স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্বাগতিক জিম্বাবুয়ের কাছে সিরিজের দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে হেরেছে ভারত। রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েনরা জয় পেয়েছে ১০ রানে। ফলে শেষ ম্যাচে হারের স্বাদ নিয়ে জিম্বাবুয়ের সফরে যবানিকা টানল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দলটি।

টস জিতে আগে ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে সিকান্দার রাজার দল ৭ উইকেট হারিয়ে করেছে ১৪৫ রান। সর্বোচ্চ ৬৭ রান (৫১ বলে) করেছেন ওপেনার চামু চিবাবা। ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা।

জয়ের জন্য ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয়েছে ভারতীয়রা। অতিথি দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান (২৫ বলে) করেছেন রবিন উত্থাপা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গ্রায়েম ক্রেমার।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের চামু চিবাবা। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

জিম্বাবুয়ের এ জয়ে দুই দলের মধ্যকার ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ১৪৫/৭, ওভার ২০ (চিবাবা ৬৭, মাসাকাদজা ১৯; কুমার ২/২৬, মোহিত ২/২৮)

ভারত : ১৩৫/৯, ওভার ২০ (উত্থাপা ৪২, বিনি ২৪; ক্রেমার ৩/১৮, মুজারাবানি ১/২৩)

ফল : জিম্বাবুয়ে ১০ রানে জয়ী

সিরিজ : দুই ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ ১-১ সমতায় নিষ্পত্তি

ম্যাচ সেরা : চামু চিবাবা (জিম্বাবুয়ে)

(ওএস/পি/জুলাই ১৯, ২০১৫)