মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলায় পৃথক ঘটনায় সোমবার সকালে ও ঈদের দিন শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

পুলিশ, আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার উত্তর চানপট্রি গ্রামে সোমবার সকালে আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে মোকাই মাতুব্বর গ্রুপ ও লিটন মাতুব্বর গ্রুপের লোকজনের মধ্যে একটি বিয়েবাড়িতে বাদ্যযন্ত্র বাজানো নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ প্রায় ২০জন আহত হয়।

গুরুতর আহতরা হলেন শহিদুল (৪০), মোকসেদ খা (৬০), লিটন (২৫), শাহেবালী (৫০), বাবুল (২৫), বালা (৩৫), ফরহাদ (৩০), ফজিলা বেগমকে (৪০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।

অপরদিকে শিবচরের উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের হাওলাদার গ্রুপ ও মাদবর গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদের দিন সকালে কাবিলপুরের একটি মসজিদে ঈদের নামাজ শেষে আবু আলেম হাওলাদার ও দাদন মাদবরের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এরই জেরে দুই পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের ১০ আহত হন।

গুরুতর আহত অবস্থায় আরিফ হাওলাদারকে (২০) ঢাকা ও দাদন মাদবরকে (৫২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এসসি/জুলাই২০,২০১৫)