মাদারীপুর প্রতিনিধি :নেশা করতে বাধা দেয়ায় মাদারীপুর রাজৈরে সত্যজিৎ ওঝা (২০) নামের এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে গ্রামের নেশাখোররা । এ ব্যাপারে রাজৈর থানায় অভিযোগ করা হয়েছে।
রাজৈর থানা পুলিশ, পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা আমগ্রামের পূর্বপাড়া সুইচ গেটের নির্জন জায়গায় বসে প্রায় প্রতিদিনই ঐ গ্রামের বখাটে কয়েকজন যুবক নিয়মিত নেশা করে।

আমগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমতা ওঝার বাড়ির পাশে এ ধরণের অসামাজিক কার্যক্রম হওয়ায় সে তাদের বাধা দেয়। এতে ঐ সাবেক ইউপি সদস্যসহ তার পরিবারের সদস্যদের উপর নেশাগ্রস্তরা ক্ষিপ্ত হয়।

ঈদের দিন শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক ইউনিয়ন সদস্য মমতা ওঝার ছেলে সত্যজিৎ ওঝাকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে।

একই গ্রামের সুজন বালা, সুধাংশ, বিনয়বালা, বলরামসহ ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তার হামলা চালায় বলে পারিবারে পক্ষ থেকে দাবি করা হয়।

গুরুতর আহতাবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় রাজৈর থানার পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। আহত সত্যজিৎ ওঝা আমগ্রামের সঞ্জয় ওঝার ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



(এএসএ/এসসি/জুলাই২০,২০১৫)