নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এ জিডি করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় র‌্যাব কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলেন শহীদুল ইসলাম।

(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)