মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচরে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে সোমবার সকাল থেকে কর্মস্থলমুখো যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

এদিকে ঈদের পরেও এখনো ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। তবে স্পীডবোট ও লঞ্চ পারাপারে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন।

ঘাট সূত্রে জানা গেছে, কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যেক স্পিডবোট যাত্রী লাইফ জ্যাকেট পড়তে বাধ্য হচ্ছেন। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিচ্ছে। লঞ্চঘাটে মাইকিংসহ যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করছে বিআইডব্লিউটিএ। নদীতে রয়েছে নৌটহল।

এছাড়া সকল ঘাটে ও মহাসড়কে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কাওড়াকান্দি ঘাটে মাদারীপুর সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির পর্যবেক্ষণে রয়েছেন।

নৌযানে বাড়তি ভাড়ার অভিযোগ না থাকলেও দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করছেন।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, যাত্রী সেবা নিশ্চিত করতে ও সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনীর সদস্যরা সর্বক্ষণিক ঘাটে রয়েছে।

(এএসএ/পিএস/জুলাই ২০, ২০১৫)