গাজীপুর প্রতিনিধি :গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম উজ্জল চন্দ্র মোহন্ত (২৬)। তিনি বগুড়ার গাবতলি থানার চামুরপাড়া গ্রামের বাবুল চন্দ্র মোহন্তের ছেলে।

তিনি স্ত্রী মতিতারা রানীকে নিয়ে ইসলামপুর এলাকার বনবিহারী পালের বাড়িতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, অাজ সকালে ইসলামপুর বাজারের পশ্চিম পাশে আবদুস সাত্তারের পুকুরে উজ্জলের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গজেীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার এসআই মফিজুর রহমান জানান, সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে উজ্জলের প্রায়ই কলহ হত। রোববারও কলহ হলে সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিহতের গলায় কলচে দাগ ছাড়া আঘাতের কোন চিহ্ন নেই।



(এসএএস/এসসি/জুলাই২১,২০১৫)