কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ার মহীপুর ইউনিয়নের ভাঙ্গাপোল এলাকা থেকে বন বিভাগের অন্তত দুইশ গাছ কেটে বিক্রির জন্য ষ্টক করা হয়েছে। ঈদের ছুটিতে বন কর্মকর্তাদের  যোগসাজসে গত তিন/চার দিন ধরে প্রকাশ্যে এ বাবলা ও শিশু গাছ কাটা হয়। কাটা গাছের টুকরোগুলো স্থানীয় এক ইউপি সদস্যের বাসার সামনে ষ্টক করা হলেও বনকর্তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ কিংবা গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

স্থানীয়দের অভিযোগ ঈদের ছুটিতে বন কর্মকর্তাদের নামে শ্রমিকরা এই গাছ কাটে। কিন্তু পরবর্তীতে গাছ কাটার সাথে মহীপুর ইউনিয়নের এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য জড়িত এ ঘটনা জানাজানি হলে গাছ কাটা বন্ধ রেখে শ্রমিকরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই কাটা গাছ ওই আওয়ামীলীগ নেতার বাসার সামনে ষ্টক করে রাখা হয় বিক্রির জন্য।

কলাপাড়ার মহীপুর রেঞ্জ কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, এই গাছ কাটার সাথে বন বিভাগের কেউ জড়িত না। গতকাল তারা কিছু কাটা গাছ জব্দ করেছেন। কে বা কারা গাছ কেটেছে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

(এমকেআর/এসসি/জুলাই২১,২০১৫)