গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের মান্দারতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল সভাপতি মিকাইল ইসলাম, জেলা যুবদল সদস্য সবুজ মোল্লা ও ছাত্রদল সদস্য সবুজ সিকদার।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, এরা সংঘবদ্ধ হয়ে শহরের মান্দারতলা এলাকায় মিটিং করছিল। তারা সরকার বিরোধী শলাপরামর্শ করছিল- এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।


(এমএইচএম/এসসি/জুলাই২১,২০১৫)