সাতক্ষীরা প্রতিনিধি : বিনা পাসপোর্টে ভারতে গিয়ে ফিরে আসার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সাতক্ষীরা ভোমরা সীমান্তের ঘোষপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদী জেলার কাশমহল থানার কারারচর গ্রামের হাশেম আলীর ছেলে রাইহান হোসেন (২৪), শরীয়তপুর জেলার উত্তর শহীদ বোস্তা গ্রামের মোহাম্মদের ছেলে রাসেল (২৫), শরীয়তপুর জেলার রুস্তম আলী সরদারের ছেলে তরিকুল ইসলাম (২৫), শরীয়তপুর জেলার গোসেরহাট থানার শাহাজাহান আকন্দের ছেলে সাইফুল ইসলাম (২৫), শরীয়তপুর জেলার গোসেরহাট থানার হাচান ব্যাপারির ছেলে সাইফুল ইসলাম (১৮), ঝালকাটি জেলার নলছিটি থানার নাগুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে সিদ্দিক হোসেন (২৫), চট্রগ্রাম জেলার পুটিয়া থানার হারিনকান গ্রামের সোনামিয়ার ছেলে ওবায়দুর রহামন (২০) ও নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণকালারচর গ্রামের শাহাজাহান সরদারের ছেলে শামীম হোসেন (২৫)।

সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, অবৈধভাবে ভারতে গিয়ে ফিরে আসার সময় ভোমরা সীমান্ত থেকে পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হবে বলে তিনি জানান।

(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)