ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামের তিল্লারবাড়ির মসজিদ এলাকার একটি টিলা থেকে বুধবার বিকেলে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সালেহ নামের এক ব্যক্তি তিল্লারবাড়ির টিলার মাটি খুঁড়তে গিয়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে মানুষের মাথার খুলিসহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে স্থানীয় একটি কবরে মাটি চাপা দিয়ে রাখে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন উর রশীদ জানান, মানুষের মাথার খুলি ও দেহের বেশকিছু স্থানের হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো অনেক পুরানো। কোন অপরাধমূলক না হওয়ায় এগুলো মসজিদ সংলগ্ন একটি কবরস্থানে মাটিচাপা দিয়ে রেখা হয়।

ওসি জানান, স্থানীয় কয়েকজন প্রবীন ব্যক্তির সাথে আলাপ করে জানা গেছে এখানে শাহাদাৎ পীরসহ বেশ কয়েকজনের কবর রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের শরীরের অংশবিশেষ হতে পারে এগুলো। তবে যদি কেউ কোন অভিযোগ দেয় তাহলে এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

(এএম/পিএস/জুলাই ২২, ২০১৫)