স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতের বিপক্ষে গত ১০ জুন ফতুল্লা টেস্টে অভিষেক হয়েছিল টাইগার উইকেটরক্ষক লিটন দাসের। অভিষেক ম্যাচে এক ইনিংস খেলে করেছিলেন ৪৪ রান। আর দক্ষিণ আফ্রিকার বিপেক্ষেও তার ব্যাট থেকে ঝলমলে একটি ইনিংস দেখতে চান বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয়দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটনের কাছে এ প্রত্যাশা করেন রিয়াদ। মাহমুদউল্লাহ বলেন, ‘কালকের(২৩ জুলাই) ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তৃতীয় দিনের প্রথম সেশনের উপর নির্ভর করবে আমরা কত রান সংগ্রহ করতে পারছি। যদি বিনা উইকেটে প্রথম সেশনটা পার করতে পারি তবে বড় স্কোর করতে পারব। আমাদের ব্যাটসম্যানরা চড়াও হয়ে বসতে পারবে। কারণ আমাদের ব্যাটিং লাইন আপ অনেক বড়। ’

তিনি বলেন, ‘লিটন যেভাবে ব্যাটিং করছে সেটি পারফেক্টলি। কারণ লিটন যে সময়ে ব্যাটিং করতে নামে তখন পজেটিভ থাকাটা জরুরি। পজেটিভ থাকলে সে আরো ভাল কিছু করবে। ভারতের বিপক্ষে শেষ টেস্টে সে ভাল ব্যাটিং করেছে। লিটন ন্যাচারালি ব্যাটিং করুক। এতে আমাদের দলেরও লাভ, তারও লাভ।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। আর দ্বিতীয়দিন শেষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। এভাবে প্রোটিয়াদের চাপে থাকাকে সুযোগ বলে মনে করেন মাহমুদউল্লাহ। তাই এ সুযোগটাকে কাজে লাগিয়ে ইতিহাস পাল্টে দিতে চায় তারা।

(ওএস/পি/জুলাই ২২, ২০১৫)