বিনোদন প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ২৫ জুলাই শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথের গান এবং কবিতার আসর। উক্ত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সঙ্গীত পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোলা বন্দোপাধ্যায়।

দোলা বন্দোপাধ্যায় এর পূর্বেও অনেকবার বাংলাদেশে এসে গান পরিবেশন করেছেন। রবীন্দ্রনাথের গানের সাথে থাকছে বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম সহসভাপতি বেলায়েত হোসেন।

অনুষ্ঠান সম্পর্কে আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদশ এবং ভারতের প্রখ্যাত শিল্পীদের নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এটি সেই আয়োজনেরই অংশ। এবারের আয়োজনে ভারতের অতিথিশিল্পী থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী দোলা বন্দোপাধ্যায়। আমি আশা করি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।'

অনুষ্ঠানের আয়োজক : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি নং- ৩৫, রোড- ২৪, গুলশান-১, ঢাকা।

(এলপিবি/জুলাই ২৩, ২০১৫)