মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকামুখী কর্মস্থলে যোগ দেওয়ার জন্য কাওড়াকান্দি ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভীড় বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি, স্পিডবোট ও লঞ্চে যাত্রীদের চাপ বেড়েছে। তবে লঞ্চের তুলনায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে বেশি।

যাত্রীরা আরো অভিযোগ করেন, স্পিডবোটে দেড়শ টাকার পরিবর্তে দুইশ টাকা ভাড়া নিচ্ছে। মালিক সমিতির দাবি শিমুলিয়া থেকে যাত্রীশূন্য আসার অজুহাতে দেখিয়ে স্পিডবোট ভাড়া বাড়ানো হয়েছে। এছাড়াও খোঁজ নিয়ে দেখা যায়, প্রত্যেক স্পিডবোট যাত্রী লাইফ জ্যাকেট পড়তে বাধ্য হচ্ছে। লঞ্চগুলোতে লোড মার্ক অনুযায়ী যাত্রী নিচ্ছে। সকল ঘাট, পল্টুন ও মহাসড়কে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীরে সদস্য মোতায়েন রয়েছে।

কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ঘাট এলাকায় যানবাহনের তেমন কোনো চাপ নেই। তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকলেও যানবাহন সংকটে ভুগছে ফেরিগুলো।

(এএসএ/এলপিবি/জুলাই ২৩, ২০১৫)