যশোর প্রতিনিধি : যশোরে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটক সন্ত্রাসী রবিউল ইসলামের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের গুলি, একটি গাছিদা এবং ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক রবিউল সদর উপজেলার বারীনগর এলাকার ইসহক মাস্টারের ছেলে।

যশোর ডিবি পুলিশের এসআই তোফায়েল আহম্মেদ জানান, ২২ জুলাই রাতে (বুধবার) সদর উপজেলার বারীনগর হাইস্কুলের পাশ থেকে রবিউলকে আটক করা হয়। এরপর স্বীকারোক্তি অনুযায়ি তাদের রান্না ঘর থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের গুলি, একটি গাছিদা ও ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র এবং মাদক আইনে দুটি মামলা হয়েছে।

(জেকেএম/পি/জুলাই ২৩, ২০১৫)