মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট ও আদিত্যপুর দুই গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট ও আদিত্যপুর দুই গ্রামবাসী দুটি গ্রুপে ভাগ হয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মিঠাপুর মাঠে ফুলবল খেলায় অংশগ্রহণ করে। খেলার সময় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে এরই সূত্র ধরে আশাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের সিরাজুল ইসলাম, সেকেন তালুকদারসহ ৪ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মাদারীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন আছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির উত্তরাধিকার ৭১ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজনা থাকায় পুলিশ ঘটনাস্থলে আছে।

(এসিএ/পি/জুলাই ২৩, ২০১৫)