সুচিন্ত্য সাহা : প্রবীর সিকদার আমার খুবই নিকটজন। একবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। এদেশে অসংখ্য মানুষ আছে। কথায় কিংবা লেখায় প্রবীর সিকদার বার বার খুব দৃঢ়তার সাথেই উপস্থাপন করে থাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশের একমাত্র ভরসা কেন্দ্র হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কথা। কিন্তু সে ভুলে গেছে তার ভরসা কেন্দ্র এখন মুসা বিন শমসেরের বড় আত্মীয়!

তবু কেন প্রবীরের এই ছায়ার সাথে যুদ্ধ করা !

এখানে আমি আমার ব্যক্তিগত একটি উদাহরণ দিই। প্রবীরের লেখা একটা বই, নাম 'আমার বোন শেখ হাসিনা'। ওয়ান-ইলেভেনের ক্রাইসিসের সময় প্রবীর চূড়ান্ত ঝুঁকি নিয়ে ওই বইটি বের করেছিল। আমাকে প্রবীর বইটির পাঁচ ছয়টি কপি উপহার দিয়েছিল। চমৎকার লেখা একটি বই। এই বইটির একটি কপি আমার এক পরিচিত ছোট ভাই, বাড়ি গোপালগঞ্জে, তাকে উপহার দেই। ওই ছোট ভাইটি চিটাগাং বিশ্ববিদালযের ছাত্র ইউনিয়নের বড় নেতা ছিলেন। এখন আওয়ামীলীগের ছোট খাটো নেতা । নিজেকে কথায় কথায় বড় অসাম্প্রদায়িক হিসেবে জাহির করেন। এই ছোট ভাইটি বইটি হাতে নিয়েই বললেন, আরে হিন্দুর বোন আবার শেখ হাসিনা হয় কিভাবে? বইটা কে লিখেছে? এই বই দেখিয়ে জামাতিরা বলবে, দেখ দেখ একটা বই ......শেখ হাসিনা হিন্দুদের বোন। আপনারা এই সব বই লিখে নেত্রীরে শেষ করলেন !

এখন প্রবীরকে আমি বলি, এই হচ্ছে আমাদের রাজনীতি! দয়া করে এখনই ছায়ার সাথে যুদ্ধ বন্ধ কর।

লেখক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী।