সিলেট প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর থানাস্থ নাজিরপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বুধবার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফারহান আহমেদ (৯) ও সুফিয়ান আহমেদ (৮) । এ ঘটনায় বাস আরহী অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, নিহত দুই পথচারী নাজিরপুর এলাকার একটি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় স্থানীয় জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস নাজিরপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে যাওয়া দুই মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ছাত্রের মৃত্যু হয় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাস যাত্রীদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত হন।

এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে ওই এলাকায় তীব্র জানযটের সৃষ্টি হয়েছে।

ওসমান নগর থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা জু্বের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা পরিস্থতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)