নীলফামারী প্রতিনিধি: বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম কার্ড, ২১টি মোবাইল সেট, ৫৮ জন বিভিন্ন নারী-পুরুষের পার্সপোর্ট সাইজের ছবি উদ্ধারসহ জিনের বাদশাহ খ্যাত বল্লেম চন্দ্র রায় নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

এএসপি সার্কেল ফিরোজ কবিরের নেতৃত্বে বুধবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের নামাঞ্জীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত যুবক ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের পুত্র।

জানা যায়, গ্রেফতারকৃত বল্লেন চন্দ্র রায়ের নেতৃত্বে এক দল প্রতারক বিভিন্নস্থানে মোবাইল ফোনের মাধ্যমে জিনের বাদশাহ পরিচয়ে সাধারণ মানুষজনের সাথে প্রতারণা করে আসছিল।

(ওএস/এলপিবি/জুলাই ২৪, ২০১৫)