গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আয়োডিনযুক্ত লবন চেনার উপায় ও ব্যবহারের উপর ছালুয়া ফজলে রাব্বী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগমের এর সভাপতিত্বে ইউনিসেফ এর সহায়তায় বিসিক-গাইবান্ধা এর আয়োজনে সিআইডিডি প্রকল্পের মাধ্যমে এই সভার আয়োজন করা হয়।

এসময় আয়োডিনযুক্ত লবনের গুণাগুন বিষায়দি নিয়ে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বিসিক গাইবান্ধার সহকারি মহা-ব্যবস্থাপক একেএম মুশফিকুল ইসলাম, সিআইডিডি প্রকেল্পর জাকির হোসেন।

আযোডিনযুক্ত লবন চেনার উপায় ও ব্যবহারের বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শেসনের মাধ্যমে সহজ পদ্ধতিতে আয়োডিনযুক্ত লবন চিহ্নিত করার উপায় বিষয়ে ধারনা লাভ করে।

(অারআই/এসসি/জুলাই ২৫, ২০১৫)