কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :আজ শনিবার দুপুরে উপজেলার নারায়নপুর গ্রামে মামার বাড়ীতে বেড়াতে এসে শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আখিয়ার জামান মিছিল (১৪) নামে এক শিশুর মারা গেছে। সন্ধ্যায় ডুবুরি দল শীতলক্ষা নদী থেকে তার লাশ উদ্ধার করে। তার বাবার নাম মোল্লাহ তারিকুদ জামান, সে হাতিরদীয়া সাদত আলী উর্চ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান ,গত বৃহপতিবার সকালে নারায়ণপুর গ্রামের জসিম মেম্বরের বাড়ীতে তার মায়ের সাথে বেড়াতে আসে। আজ সকালে সে তার কয়েজন বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলা করে পাশের শীতলক্ষা নদীতে গোসল করতে নামে, পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহু খোঁজাখুজির পর পার্শ্ববতি উপজেলা মনোহরদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ২ঘন্টা চেষ্ঠার পর সন্ধ্যায় তাকে উদ্ধার করে।



(এমএএকে/এসসি/জুলাই২৫,২০১৫)