স্টাফ রিপোর্টার : মন্ত্রিসভার সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য করার জন্য হাইকোর্টে আবেদন করেছে দুদক। দুদকের আইনজীবী খুরশিদ আলমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভষনিদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামীকাল রবিবার দিন ধার্য করেছেন।

জানা যায়, মামলাটি শুনানির জন্য কার্য তালিকায় আসলে দুদকের আইনজীবী খুরশিদ আলম আদালতের কাছে সময় আবেদন করেন। তাঁর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভষনিদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

দুদকের ওই মামলায় ত্রাণমন্ত্রীকে সাজা দেন নিম্ন আদালত। সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের সে সাজা বাতিল করেন। কিন্তু গত ১৪ জুন হাইকোর্টের আদেশও বাতিল করে দেন আপিল বিভাগ। সে সময় নতুন করে শুনানির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। কাল সে শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, 'আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আমরা মামলার পরিচালনার প্রস্তুতির জন্য একদিন সময় আবেদন করেছি। এ বিষয়ে কাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।'

১৪ জুন রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে মায়ার সাজা বাতিলের আদেশের বিরুদ্ধে আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকী।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন খুরশিদ আলম খান। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৫)