মাদারীপুর প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, আবার লৌহজং চ্যানেলে নাব্যতা সঙ্কটের কারণে সকাল ১০টার দিকে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমীন ডুবো চরে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ দিয়ে ওই ফেরিটিকে টেনে নামানোর চেষ্টা চলছে। তবে এরপরও মাঝে মধ্যে দু’একটি ফেরি চলাচল করছে।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান, সকালে প্রশাসন পরীক্ষামূলকভাবে একটি যাত্রীশূন্য লঞ্চ নিয়ে পদ্মার মাঝে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে ফিরে আসতে বাধ্য হয়। পরে বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লঞ্চ ও স্পিডবোট চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরেুটে নৌযান চলাচল বন্ধ রাখা হবে।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৫)