স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমের শুরুতে দলের সেরা চার ফুটবলারকে পাচ্ছে না। তবে এমন নয় যে, ইনজুরির কারণে তারা মাঠে নামতে পারছেন না।

দলের কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি জানিয়েছেন, আসলে তাদের ক্লাবের পক্ষ থেকেই পুরো এক মাস বিশ্রামে রাখা হয়েছে। বিশ্রাম পাওয়া ফুটবলাররা হলেন তিন আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো, পাবলো জাবালেতা, মার্টিন ডেমিসিলিস ও অন্যজন হলেন ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্দিনহো।

মূলত ম্যানসিটি এই ফুটবলারদের কোপা আমেরিকার মতো বড় আসরে অংশ নেয়ার জন্যই আপাদত তাদের বিশ্রাম দিয়েছে।

এ প্রসঙ্গে কোচ পেল্লেগ্রিনি বলেন, আমি মনে করি ফুটবলারদের আরো কঠোর পরিশ্রমী হতে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফুটবলারদের বিশ্রাম দিতে হবে। একজন ফুটবলার এক মৌসুমে অনেক ম্যাচে মাঠে নামে, সে অনুযায়ী প্রস্তুতি নিতে হলে অবশ্যই তাকে নতুন মৌসুমের শুরুতে বিশ্রামে থাকতে হয়। তাইতো আগুয়েরো, জাবালেতা, ডেমিসিলিস আর ফার্নান্দিনহোকে বিশ্রামে রাখতে চাই। পুরো মৌসুমে তাদের থেকে ভালো খেলা আশা করি।’

এদিকে কেন তাদের বিশ্রাম দেয়া প্রয়োজন সেটার ব্যাখ্যাও দিয়েছেন ম্যানসিটির বস পেল্লেগ্রিনি, ‘তারা মাত্রই একটি আন্তর্জাতিক আসর শেষ করেছে। বিশ্রামের পর কঠোর পরিশ্রম করেই আবার মাঠে ফিরতে হবে। এজন্য তাদের লম্বা বিশ্রাম দিতে হবে। প্রাক-মৌসুমে তাদের আমি মাঠে নামাতে চাই না। এমনকি এ চার তারকাকে নতুন মৌসুমের প্রথম ম্যাচেও বিশ্রামে রাখতে চাই।’

উল্লেখ্য, ম্যানসিটির হয়ে জাবালেতা ২৭৯টি, আগুয়েরো ১৬২টি, ডেমিসিলিস ৬০টি এবং ফার্নান্দিনহো ৮৪টি করে ম্যাচে খেলেছেন।

(ওএস/এলপিবি/জুলাই ২৬, ২০১৫)