কিশোরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে  ব্রহ্মপুত্রে নদ পারপারের সময় যাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের মধ্যে মো: মনিরুজ্জামান মনির নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও স্বজেনরা। সে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার শাখঁচুড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।


নিহত মনির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামের দুবাই প্রবাসি আশরাফুল আলম পরানের পুত্র। আজ রবিবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার ভাটিতে উজানচর নামক স্থান থেকে লাশটি উদ্ধার হয়।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত শনিবার সকালে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ফেরী নৌকা গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন চরআলগী থেকে গলাকাটা খেয়াঘাটে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায়। এঘটনায় মোট তিনজন নিখোঁজের পর গতকাল সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাসি চালিয়ে সন্ধ্যার পর অভিযানের সমাপ্তির ২৬ ঘন্টা পর স্বজনেরা লাশটি উদ্ধার করে।

তার লাশ ব্রহ্মপুত্রের পাড়ে তার নিজ গ্রামে নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারানা ঘটে। স্বজনদের কান্নায় ভারি হয়ে এলাকার বাতাস। রোববার বিকালে নিহত মনিরের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার। এলাকাবাসী ও স্বজনেরা দ্রুত নৌকার মাঝিকে গ্রেফতার ও এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন।

(পিকেএস/এএস/জুলাই ২৬, ২০১৫)