স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড বলেছেন, লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে এ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৪০৫ রানের পরাজয় একটা ধাক্কা। তবে বুধবার এজবাস্টনে শুরু হওয়া তৃতীয় টেস্টে তার দল মোটেই ভেঙ্গে পড়বে না।

টেলিগ্রাফ পত্রিকাকে ব্রড বলেন, ‘এ্যাশেজ সিরিজ মানসিক ও শারিরীকভাবে সতেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’

‘লর্ডসে যা ঘটেছে সে বিষয়ে এজবাস্টনে এখনো ভীত না থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খারাপ পারফরন্সে ছিল সেটা আমাদের বুঝতে হবে, তবে এটা নতুন সপ্তাহ।’

লর্ডসে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন ৮০ রানে ৬ উইকেট শিকার করেছেন। তবে ২৯ বছর বয়সী ব্রডের ধারণা এভাবে আউট হওয়াটা ইংল্যান্ডের বড় ভুল ছিল।

এজবাস্টনে ইংল্যান্ড দলে মাত্র একটি পরিবর্তন এসেছে। গ্যারি ব্যালেন্সের পরিবর্তে ইয়র্কশায়ার সতীর্থ জনি বেয়ারস্টোকে দলে ডেকেছে ইংল্যান্ড।

ব্যাটিং অর্ডারে ইয়ান বেলকে উপড়ে উঠিয়ে এনে তিন নম্বরে এবং জো রুট চার নম্বরে ব্যাট করেছেন। আর বেয়ারস্টোকে পাঁচ নম্বরে ব্যাটিং করানো হবে।

ব্রড বলেন, ‘আমি মনে করছি এজবাস্টনে আপনারা ইংল্যান্ড দলের অনেক ভাল ব্যাটিং দেখবেন। লর্ডস থেকে এ ম্যাচের ব্যাটিংয়ে বড় ধরনের পরিবর্তন আসবে।'

এজবাস্টনে তৃতীয় ও নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের চতুর্থ টেস্টের খেলা ইংল্যান্ডের নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন ব্রড।

(ওএস/এলপিবি/জুলাই ২৬, ২০১৫)