মংলা (খুলনা) প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

লঘুচাপের প্রভাবে রবিবার ভোর থেকে মংলাসহ আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়া দিনভর একটানা বৃষ্টিপাতের কারণে বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: মোকতাদের জানান, বৃষ্টি হলে জাহাজের হ্যাচ (ডাকনা) খোলা হয় না, হ্যাচ খুললে বৃষ্টির পানিতে মালামাল নষ্ট হয়ে যায়। যার কারণে বৃষ্টির সময় জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ সাধারণত বন্ধ থাকে। বর্তমানে বন্দর জেটি ও চ্যানেলে পণ্য বোঝাই-খালাসের অপক্ষোয় অবস্থান করছে কন্টেইনার, গম, সার, ক্লিংকার ও মেনিশানীর পণ্যের জাহাজ।

এদিকে লঘুচারেপর কারণে সাগর উত্তাল থাকায় সাগর-সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

(জেএইচ/এএস/জুলাই ২৬, ২০১৫)