স্পোর্টস ডেস্ক : জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের শিরোপ‍া জিতেছে মেক্সিকো। এটি মেক্সিকানদের দশম শিরোপা। সর্বশেষ চার আসরে তৃতীয়তম। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনাল খেলতে এসে জ্যামাইকানদের খালি হাতেই ফিরতে হলো।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় খেলা শুরুর ৩১ মিনিটে দুর্দান্ত ভলিতে মেক্সিকোকে লিড এনে দেন জোসে আন্দ্রেস গুয়ার্দাদো। টুর্নামেন্টে এটি তার ষষ্ঠ গোল। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিগুয়েল হেরেরার শিষ্যরা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দাপুটে ফুটবল উপহার দেয় মেক্সিকো। ৪৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন তরুণ মিডফিল্ডার জিসাস ম্যানুয়েল কোরোনা। অন্যদিকে, ম্যাচে ফেরার জন্য তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি জ্যামাইকা। উল্টো ৬১ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার ওরিব পেরাল্টার গোলে তারা ম্যাচ থেকেই ছিটকে পড়ে।

নির্ধারিত সময়ের দশ মিনিট আগে জ্যামাইকার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা স্ট্রাইকার ড্যারেন ম্যাটক্স। রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই প্রায় সত্তর হাজার দর্শকের সামনে বিজয়োৎসবে মাতে গিলের্মো ওচোয়া-গুয়ার্দাদোরা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছেন মেক্সিকোর জোসে আন্দ্রেস গুয়ার্দাদো। টুর্নামেন্টে সাত গোল করে গোল্ডেন বুট জেতেন যুক্তরাষ্টের তারকা খেলোয়াড় ক্লিন্ট ডেম্পসি। তারই স্বদেশী গোলরক্ষক ব্র্যাড গুজানের হাতে উঠে গোল্ডেন গ্লাভস।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০১৫)