সিলেট প্রতিনিধি : সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। ইন্টার্নি চিকিৎসক ও নার্স-বাদার্সদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে তৃতীয় দিনের মতো এ ধর্মঘট পালন করছে নার্সরা।

বুধবার সকাল ৮টা থেকে কর্মসূচি পালন শুরু করে নার্সরা। রবিবারের ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে কর্তৃপক্ষ নার্সিং কলেজের শিক্ষার্থী হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীদের কেউই হল ছাড়েনি। তারা হলে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
উদ্ভুত পরিস্থিতিতে বুধবার সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডাকেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। তিনি জানান, নার্সিং কলেজ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোনো অধিভূক্ত প্রতিষ্ঠান নয়। কিন্তু হাসপাতালকে জড়িয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। এটা খুবই বিব্রতকর।
জানা যায়, হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। শিক্ষার্থীদের ধর্মঘট হাসপাতালের কার্যক্রমে কোনো প্রভাব ফেলছে না।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১২টায় ওসমানী হাসপাতালের ৫নং ওয়ার্ডে ইন্টার্নি চিকিৎসকদের সাথে কয়েকজন শির্ক্ষার্থী নার্সের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে শিক্ষার্থী নার্সরা। এ ঘটনায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছেন।
(ওএস/এএস/মে ২১, ২০১৪)