আঞ্চলিক প্রতিনিধি (বরিশাল):মৌসুমী নিম্ন চাপের প্রভাবে সপ্তাহ ব্যাপি অব্যাহত ভারী ও মাঝারি বর্ষণের ফলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষণের ফলে উপজেলার ৫টি ইউনিয়নের অভ্যন্তরীণ কাঁচা-পাঁকা সড়কগুলো বিভিন্নস্থানে ধ্বস নেমেছে।

ভারী বর্ষনের ফলে অনেক মৎস ঘের পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চাষীদের শাক-সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে। পান বরজের ব্যপক ক্ষতি হয়েছে। বৃষ্টির সাথে বাতাসের কারণে অনেক পান বরজ বিধ্বস্ত হয়ে চাষিদের মাথায় হাত পড়েছে। জমিতে বোনা ও রোপা আমন ফসরের ক্ষেত তলিয়ে গিয়ে কৃষকদের ব্যপক ক্ষতি হয়েছে। রবিবার সরাদিন উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের পাশপাশি বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থা এখনও বিপর্যস্ত রয়েছে। অব্যাহত বর্ষণের ফলে দিন মজুররা কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। বর্ষণের ফলে জনজীবন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

(টিবি/এসসি/জুলাই,২০১৫)