হবিগঞ্জ প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা পরিকল্পনার কথা স্বীকার করেছেন জি কে গউছের উপর হামলাকারী ইলিয়াছ মিয়া ওরফে ছুটন। সোমবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি এ স্বীকারোক্তি দেন।

এ সময় তিনি জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতকে ১০ কোটি ও এমপি মো. আবু জাহিরকে হত্যার জন্য ২ কোটি টাকায় চুক্তি করেন। এছাড়া তাকে জামিনে কারাগার থেকে বের করারও কথা ছিল।

চুক্তি অনুযায়ী তাকে অগ্রিম ১০ লাখ টাকাও দেয়ার কথা ছিলো। কিন্তু চুক্তির কোনো শর্ত না মানায় সে ঈদ-উল-ফিতরের দিন কারাগারের অভ্যন্তরে ঈদ নামাজের পর জি কে গউছের উপর হামলা করে। ৩ দিনের রিমান্ডে থাকা ইলিয়াছ পুলিশের কাছেও একই জবানবন্দি দেয়।

উল্লেখ্য, ইলিয়াছ দু’টি হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। সে শায়েস্তাগঞ্জের সালেহ আহমেদ কনা মিয়ার ছেলে।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০১৫)