গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির এক বছর মেয়াদ বৃদ্ধি করার বিষয় নিয়ে সৃষ্ট জটিলতার তদন্ত সোমবার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রম অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল আলম দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাধারণ শ্রমিকদের মতামত গ্রহণ করেন। সাধারণ শ্রমিকদের মতামত শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষ সাধারণ সভা হয়েছে কি না বিষয়টি তদন্তের দায়িত্ব নিয়ে আমরা এসেছি।

উল্লেখিত তারিখ ও সময়ে বিশেষ সাধারণ সভা হয়েছে বিষয়টির সত্যতা আমরা পেয়েছি। এসময় অভিযোগকারী শ্রমিক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী আব্দুল খালেক, অত্র সংগঠনের সভাপতি আব্দুস সোবহান মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, সুরুজ হক লিটন, শ্রমিকনেতা সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলমগীর মন্ডল ছাড়াও শ্রমিকনেতৃবৃন্দ।

(আরআই/এএস/জুলাই ২৭, ২০১৫)