গাইবান্ধা প্রতিনিধি : ক্ষেতমজুর ও শ্রমজীবিদের জন্য কাজ খাদ্য এবং আর্মি রেটে রেশন সরবরাহের দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক ফ্রন্ট নেতা জাহেদুল ইসলাম, মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জোব্বার, মোজাহেদুল ইসলাম রানু প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে গ্রামে কোন কাজ নেই, ক্ষেতমজুর শ্রমজীবিরা বেকার। তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহার দিন কাটাচ্ছে। তাদের রক্ষা করতে দ্রুত পর্যাপ্ত টিআর কাবিখা কর্মসৃজন প্রকল্প চালু করা প্রয়োজন। সরকার যে সামান্য বরাদ্দ দিয়েছে তা দুর্নীতি ও লুটপাট করছে ক্ষমতাসীনরা।

নেতৃবৃন্দ অবিলম্বে পর্যাপ্ত টিআর কাবিখার বরাদ্দ প্রদান এবং ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করাসহ দুর্নীতি লুটপাট বন্ধের দাবী জানান। তারা আর্মি রেটে গ্রামীন রেশনিংসহ কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করারও দাবি জানান।


(আরআই/এসসি/জুলাই,২০১৫)