লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই আব্দুল মন্নান মনাকে (৪৫) পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকার ৮নং ওয়ার্ডে ইসমাইল মেম্বারের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। মনা একই এলাকার সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনের ছেলে। এঘটনার পর থেকে চাচাতো ভাই ফিরোজ আলম ও তার ছেলে জুয়েল পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাপুর ইউনিয়নের প্যানেল চেয়াম্যান আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনা জানান, একই বাড়ীর নিহত মনার চাচাতো ভাই ফিরোজ আলমের সাথে র্দীঘদিন ধরে বাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বিরোধকৃত ওই জমির একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়ার জন্য গাছে ওঠেন মনা। এসময় মনার চাচাতো ভাই ফিরোজ আলম ও তার ছেলে জুয়েল এসে মনাকে এলোপাতারি পিটিয়ে ও গলাটিপে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে কর্তবরর্ত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর সরকারি হাসপাতালে ডাক্তার কামরুল হাসান বলেন, নিহতের শরীরের অনেক স্থানে লাঠি দিয়ে পিটানোর আঘাতের চিহ্ন রয়েছে। গলা টিপে ধরায় মন্না পথেই মারা য়ায়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ঘটনাস্থালে গিয়ে তাদের কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




(এমআরএস/এসসি/জুলাই ২৮, ২০১৫)