মাগুরা প্রতিনিধি : ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এই শ্লোগান নিয়ে মাগুরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে আজ মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দীর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন লাইলা জলি। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ রোস্তম আলী, উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুরসহ অন্যরা। অনুষ্ঠানে জেলায় মাছের চাষ প্রসারে মৎস্য বিভাগের নেয়া বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আলোচনাসভায় জানানো হয় মাগুরা জেলায় বছরে মোট ১৭হাজার ৪শ মেট্রিকটন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হয় ১৫ হাজার মেট্রিকটন মাছ। ২ হাজার ৪শ মেট্রিকটন মাছের চাহিদার ঘাটতি মেটাতে মৎস্য বিভাগের পক্ষ থেকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা বিতরণ, বিভিন্ন জলাশয়ে মাছের অভয়াশ্রম তৈরী করাসহ বিভিন্ন কর্মসূচী চলছে। এছাড়া শালিখা,মহম্মদপুর ও শ্রীপুর উপজেলাতেও মৎস্য সপ্তাহ’র উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


(ডিসি/এসসি/জুলাই ২৮, ২০১৫)