কিশোরগঞ্জ প্রতিনিধি: “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এ স্লোগানে কিশোরগঞ্জে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উদ্বোধনী দিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা মৎস্য দপ্তর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ, জেল সুপার বজলুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ,মৎস চাষী
মো.বদরুজ্জামান প্রমুখ ।



(পিকেএস/এসসি/জুলাই ২৮, ২০১৫)