কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : আজ মঙ্গলবার জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করা হয়। সকালে কাপাসিয়া উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে মৎস সপ্তাহ উদ্বোধন করেন কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে উপজেলার পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

উপজেলা হল রুমে উপজেলা নিবার্হী অফিসার মো: আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান অ্যাড.রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা সিনিয়ির মৎস কর্মকতা গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, মৎস চাষী শামীম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরুস্কার দেয়া হয়।

(এসকেডি/এএস/জুলাই ২৮, ২০১৫)