গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চন্ডিপুর ইউনিয়নের দাসের খামার গ্রামে মঙ্গলবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শহিদ মিয়া (৬৩) নামে এক বৃদ্ধ নিহত এবং অপর ৩ জন আহত হয়েছেন। নিহত শহিদ মিয়া ওই গ্রামের মৃত কজম উদ্দিনের ছেলে। ওই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চন্ডিপুর দাসের খামার গ্রামের খোকা মিয়ার ছেলে বাশরত উল্যার সাথে তার ভাতিজা শহিদ মিয়ার ৬ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মঙ্গলবার দুপুরে বাশরত উল্যা তার ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে আমন ধানের চারা রোপন করতে যায়।

এসময় শহিদ মিয়ার লোকজন বাধা দিতে গেলে বাশরত উল্যা ও তার সঙ্গীরা ধারালো অস্ত্র দিয়ে শহিদ মিয়ার উপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই শহিদ মিয়া মারা যায়। এসময় অপর ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে। সুন্দরগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরআই/এএস/জুলাই ২৮, ২০১৫)