স্টাফ রিপোর্টার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, চলতি বছরে সরকার লবণ আমদানি করবে না। সম্প্রতি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি।

বুধবার সকালে রূপসী বাংলা হোটেলে ‘সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এ তথ্য জানান।
বর্তমান সরকার সৃজনশীল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০১৬ সালের মধ্যে দেশের শতভাগ লবণে পরিমিত পরিমাণ আয়োডিন মিশ্রণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। একইসঙ্গে শতভাগ পরিবারকে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ ব্যবহারের আওতায় আনা হবে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন মন্ত্রী।
বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বিসিক পরিচালক পতিত পাবন বৈদ্য ও গেইনের কান্ট্রি চিফ বসন্ত কুমার করসহ লবণ মিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রেশন (গেইন)।
কর্মশালায় বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে জানানো হয়, প্রতিবছর দেশের ব্যবসায়ীরা তিন লাখ ৭৫ হাজার মেট্রিক টন লবণ আমদানি করেন। সরকারের লবণ নীতি অনুযায়ী চলতি বছরে দেশে ১৫ লাখ টন লবণের চাহিদা রয়েছে। চলতি মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ১৭.৫৩ লাখ মেট্রিক টন।
(ওএস/এটিআর/মে ২১, ২০১৪)