দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ (ইউপি) হলরুমে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে পেসেজ প্রকল্পের উদ্যোগে বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মানের জন্য ইউনিয়ন পর্যায়ে সালিশী পরিষদ, কার্যকর সালিশী এবং সরকারি আইনগত সহায়তা তহবিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বুধবার।

বিরিশিরি ইউনিয়ন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. হীরা মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রুহু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, জেলা প্রকল্প সমন্বয়কারী বিদ্যুৎ কুমার দে, মনিটরিং অফিসার সাবিনা ইয়াছমিন, সালিশকার মো. আব্দুল হাকিম, নারী নেত্রী বিশাখা রাংসা, ব্র্যাকের লিগ্যাল এইড কর্মকর্তা নাজমীন সুলতানা প্রমুখ।

(এনএস/এসএফকে/জুলাই ২৯, ২০১৫)