দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমবার রাতে সীমান্তে টহলরত অবস্থায় সীমান্তের মেইন পিলার ১১৫১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরা কারবারিদের পরিত্যাক্ত ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস (১৮০ এমএল) মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজয়পুর বিজিবি ক্যাম্প এর হাবিলদার মোঃ শরিফুল ইসলাম জানান, সোমবার রাত ২টার দিকে তালিকাভুক্ত সৈনিকদের নিয়ে একটি টহল পার্টি বর্ডার এলাকায় টহল দেওয়ার সময় বাংলাদেশের অভ্যন্তরে কয়লার পোর্ট সীমান্তে পিলার ১১৫১ এস হতে ১শত ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি কার্টুন রেখে কয়েকজন দৌড়ে ভারতের সীমান্তের দিকে পালাইয়া যায়।

তারপর কার্টুনটি উদ্ধার করলে এতে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়, যাহার মূল্য ৩৬ হাজার টাকা । এগুলি সিজার লিষ্ট করে দুর্গাপুর থানায় হাবিলদার মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে সাধারণ ডায়েরী করে, আটককৃত মালামাল মঙ্গলবার থানায় জমা দেন।

(এনএস/এসএফকে/জুলাই ২৯, ২০১৫)