রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার দিবাগত রাতে গলদা চিংড়ি পোনা পাচারকালে জব্দকৃত পোনা অবমুক্ত এবং আটক ২২জন ব্যবসায়ীর জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, রায়পুরের মেঘনা নদী থেকে ধরা চিংড়িপোনা তিনটি ট্রাক যোগে মঙ্গলবার রাত ৯ টার দিকে পাচারের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে রায়পুর পৌর এলাকার বাসষ্টান্ড থেকে চিংড়ি মাছের পোনাগুলো জব্দকরে এবং জড়িত ব্যবসায়ীদের আটক করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের আদালতে আটক ব্যবসায়ীদের হাজির করা হয়। আদালতের রায়ে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এলাকাবাসী জানায়, প্রতিদিন রায়পুরের মেঘনা থেকে প্রায় দুইলাখ রেনুপোনা রায়পুর শহর হয়ে ১২-১৫ টি গাড়ী যোগে অবৈধভাবে আহরিত চিংড়ি পোনা দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে আসছে। সাথানীয় প্রভাবশালীদের সাথে আতাঁত করে এসব রেনুপোনা দিনের পর দিন অবাধে আহরন করে অসাধু ব্যবসায়ীরা। গলদা পোনা ধরার নামে বিভিন্ন প্রজাতির পোনাও ধ্বংস করে তারা। আবার গাড়ী প্রতি ৫শত টাকা হারে চাঁদা আদায় করে পকেট ভারী করছে সাথানীয় একটি মাস্তান চক্র। অভিযোগ আছে পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগ দেখলেও কোন ব্যবস্থা নেয় না। মাঝে মাঝে দু’একটি অভিযান চালায় প্রশাসন।
(পিকেআর/এএস/মে ২১, ২০১৪)