সুসঙ্গ দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর আলোকে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক ও পিআরডিএস এর উদ্যেগে Consultation Meeting With Stakholders Of National Malaria Control Programmeশীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এ,কে,এম সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,পৌর মেয়র শ,ম,জয়নাল আবেদীন,অধ্যক্ষ আঃ রহমান,শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্ম্মা।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন দুদক সভাপতি মো. আকবর আলী তালুকদার,সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, ইউ,পি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু,মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তাং, ব্র্যাক কর্মকর্তা শামীম হোসেন খাঁন,দিলীপ কুমার সাহা,আব্দুর রউফ,মোঃ শহীদুল ইসলাম ভূইয়া,পিআরডিএস কর্মকর্তা মুক্তারুল ইসলাম প্রমুখ।

বক্তারা ২০০৭ সাল থেকে ২০১৪ বর্তমান পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রনে কার্যকর অগ্রগতির বর্ননা দেন এবং এই সীমান্ত এলাকাকে ম্যালেরিয়া মুক্ত করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

(এনএস/এটিআর/মে ২১, ২০১৪)