বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস দখলকে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। বন্দরে সকাল থেকে সব ধরনের মালামাল খালাশ বন্ধ রযেছে।

স্থানীয়রা জানান, বন্দরে ৯২৫ ও ৮৯২ নামের দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৯২৫ এর নেতৃত্বে ছিলেন কমিশনার রাশেদ। গত দু’মাস আগে রাশেদকে সরিয়ে ইউনিয়নের নেতৃত্বে আসেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও বন্দরের টেন্ডার মালিক ওহিদুল ইসলাম ওহিদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে শতাধিক লোক মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে বন্দরে এসে ৯২৫ শ্রমিক ইউনিয়ন অফিস ও ওহিদের বাড়ির সামনে ১৫-২০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে শ্রমিক ইউনিয়ন অফিস ছেড়ে পালিয়ে যায় ওয়াহিদ পক্ষের শ্রমিকরা। ইউনিয়ন অফিস দখলে নেয় রাশেদ কমিশনারের লোকজন।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শ্রমিক ইউনিয়ন অফিস দখল নিয়ে এ ঘটনা ঘটেছে। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
(ওএস/এএস/মে ২১, ২০১৪)