নিউজ ডেস্ক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে ৩৫ কোটি ডলার বা ২ হাজার ৭১৪ কোটি টাকা ঋণ দিচ্ছে। এই অর্থ ব্যায়ে বাংলাদেশের ১০ লাখ তরুণ-তরুণীকে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনলাইন পাবলিক ফিন্যান্স ইন্টারন্যাশনাল এ খবর দিয়েছে।
খবরটিতে বলা হয়, ‘এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক সুংসুপ রা এ ঘোষণা দিয়ে বলেছেন, সরকারি ও বেসরকারি খাতকে একত্রিত করে নিয়োগদাতাদের ভোকেশনাল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের মাধ্যমে আরো ভালো বেতনে চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং তা চূড়ান্তভাবে বাংলাদেশের অর্থনীতিকে আরো উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সহায়তা করবে।’
২০১১ সাল থেকে বাংলাদেশ সরকারের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে চলেছে। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৭৬০ কোটি টাকারও বেশি। অগ্রাধিকার ভিত্তিতে ১৫টি খাতকে রাখা হয়েছে এ কর্মসূচির আওতায়। এ কর্মসূচির কাজ শুরু হবে গার্মেন্ট ও টেক্সটাইল, চামড়া, নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি ও জাহাজ নির্মাণ খাতের মধ্য দিয়ে।
(ওএস/এএস/মে ২১, ২০১৪)