লক্ষ্মীপুর প্রতিনিধি : রাষ্ট্রপতি এডভোকেট মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর কাযালয়ের ভূয়া পিএস পরিচয় দানকারী আব্দুল মতিন নামের একজনকে গ্রেফতার কলেছেন র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ রামগতির উপজেলার টুমচর গ্রামের চর আফজাল এলাকা নুর নবীর বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল মতিন একই উপজেলার টুমচর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
 

বিকালে র‌্যাবের এএসপি মো. আলেপ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রতারক আবদুল মতিন নিজেকে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। প্রতারক আবদুল মতিন নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারী এম কে শামীম চৌধুরী এবং পিএস-১, সাজ্জাদুল ইসলাম পরিচয় দিয়ে সমাজের উচ্চ পর্যায়ের ব্যাক্তিদের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা চাঁদাবাজি করত।

তিনি আরও বলেন, এলাকায় প্রতারক আবদুল মতিন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অনুদান প্রদান, গরীব ছাত্রদের সাহায্য,চাকুরীসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চাঁদাবাজি করাই ছিল তার মূল কাজ। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও এমপিদের সাথে বিভিন্ন আঙ্গিকে নিজের ছবি এডিটিং করে ঘনিষ্ট সম্পর্ক প্রদর্শনের মাধ্যমে প্রতারনা করত। এতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মর্যাদা ও সুনাম মারাত্মভাবে ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলার দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

(এমআরএস/এএস/জুলাই ৩০, ২০১৫)