নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শিশু, বৃদ্ধ, নারীসহ কুকুরের কামড়ে অন্তত ৫৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এতে করে এলাকাবাসীর মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী, ভুক্তভোগী ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা শহরের শাহ সুলতান রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গত সোমবার বিকেলে কয়েকটি পাগলা কুকুর পথচারীদের উপর চড়াও হয়। সেখানেই আটজনকে কামড়িয়ে দৌঁড়ে জেলা শহরের কুড়পার, নাগড়া, জয়নগর, ছোটবাজার, বড়বাজার, মোক্তারপাড়া, চকপাড়াসহ বিভিন্ন এলাকার দিকে যায়। সেখানেও বেশ কয়েকজনকে কামড়িয়ে আহত করে।

আহতদের মধ্যে কলমাকান্দার লেঙ্গুরার আবদুল মজিদ (৫৫), জেলা শহরের জয়নগরের তপন দত্ত (৫৬), সাতপাইয়ের সুশান্ত (৩৫), নাগড়ার আরিফ (১২), কুরপাড়ের সিয়াম (১৫), তামীম (১০), হোসেনপুরের মরম আলী (৮২), সতরশ্রীর হৃদয় (১৫), ছোটবাজারের শাহ আলম (৬২), চল্লিশার আ. মমিন (৫৫) পুকুরিয়ার নাছিমা বেগমসহ (৩২) তিন দিনে ৩৮ জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত সোমবার নয়জন, মঙ্গলবার ২১জন ও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আটজন সেবা নিয়েছেন।

নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আফতাব হোসেন জানান, কুকুর সাধারণত পাগল হয়েই মানুষকে কামড়াতে পারে। এই কুকুরগুলো বেওয়ারিশ।

নেত্রকোনা সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার জানান, র্যাভিসে আক্রান্ত হয়ে কুকুর মানুষকে কামড়াচ্ছে। কুকুরে কামড়ানোর ফলে গত তিন দিনে ৩৮জন হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। যেভাবে কামড়াচ্ছে আরো বেশি হলে হাসপাতাপলে ভ্যাকসিনের সংকট দেখা দিতে পারে।

পৌর মেয়র প্রশান্ত কুমার রায় জানান, এই কুকুরগুলোকে নিধন করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত ধরা যাচ্ছে না।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০১৫)