গাজীপুর প্রতিনিধি : প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক রেল স্টেশনের মাটিকাটা রেল ক্রসিং এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে পুরো উত্তরবঙ্গের রেল যোগাযোগ ৬ ঘণ্টা বন্ধ থাকে।

এ ঘটনায় আহত হন অন্তত ১০জন যাত্রী। আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জয়দেবপুর রেল স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এএসআই) দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি কালিয়াকৈর উপজেলার মৌচাক রেল স্টেশনের মাটিকাটা রেল ক্রসিংয়ের কাছে আসার পর ট্রেনটির একটি বগির চাকার পাত্তি ভেঙে যায়। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। ওই রুটে চলাচলকারী ৩টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

(ওএস/অ/মে ২১, ২০১৪)