লক্ষ্মীপুর প্রতিনিধি : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘কোমেনের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতির বিচ্ছিন্ন চর আবদুল্লাহ আটকাপড়া প্রায় অর্ধশত কৃষক ও গরু-মহিষ পালনকারী রাখালদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকল ৪ টার দিকে ওই চর থেকে তাদের উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে তারা ওই চরে দীর্ঘ সময় আটকা ছিল।

রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনার চরে জেগে ওঠা চর আবদুল্লাহ ফসলের আবাদ ও গরু মহিষ পালন করা হয়। সে কারণে অস্থায়ী ছোট ছোট টংঘর করে কৃষক ও রাখালরা বসবাস করেন। দুর্যোগের মুখে পড়ায় তারা মোবাইল ফোনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আকুতি জানান। পরে তাদের উদ্ধার করে প্রশাসন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, খরব পেয়ে চরে আটকাপড়া কৃষক ও রাখালদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে।

(এমআরএস/এএস/জুলাই ৩০, ২০১৫)