লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালালা লুটে নেয় ডাকাতরা। এসময় ডাকাতদের হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নের রহিমপুর গ্রামের চাঁন মিয়াজি বাড়ীতে ঢাকা ট্যানারী ব্যবসায়ী তপন চৌধুরীর বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

আহতরা হলেন ব্যবসায়ীর বাবা মোস্তফা চৌধুরী, স্ত্রী জান্নাত আক্তার, মিজানসহ ৫ জন। আহতদের সদর উপজেলার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্তরা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভির রাতে বিল্ডিংএর প্রধান ফটকের তালা কেটে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত ভেতরে ঢোকে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন সেট, ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। বাধা দিতে গেলে তার ব্যবসায়ীর বাবা ও স্ত্রীসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাতেরা।

ক্ষতিগ্রস্ত ট্যানারী ব্যবসায়ী তপন চৌধুরী জানান, মালামাল নিয়ে যাওয়ার সময় ডাকাতরা বলে গেছে, ডাকাতির ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করা হবে। তারপরেও বিষয়টি পুলিশকে জানালো পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তার মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে ফের ডাকাতি করে বাড়ীর সবাইকে হত্যা করা হবে। অপেক্ষায় থাকো বলে ফোনটি কেটে দেয়। তিনি এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ডাকাতদের গ্রেফতার ও লুটে নেওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

(এমআরএস/অ/আগস্ট ০১, ২০১৫)