যশোর প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে ১২ লাখ টাকা মূল্যের দুই মেট্রিকটন ভারতীয় চা পাতা  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার ভোর ৪টায় শার্শা উপজেলার নাভারন বাজার থেকে এ চা পাতা উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করা যায়নি।

২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আয়ূব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধারকৃত চা পাতা পরে বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে। এর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০১৫)